সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্যে সদ্য ত্রিস্তর সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল। আর এই নির্বাচনে প্রথমবার আসানসোলের সালানপুর ব্লক বিরোধী শূন্য হয়ে পড়েছে। গ্রাম সদস্য পদের ১১৯টি আসন সহ পঞ্চায়েত সমিতির ২৮টি আসন এবং জেলা পরিষদের ২টি আসনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তার জেরে একদিকে যেমন খুশিতে মাতোয়ারা ব্লকের তৃণমূল কর্মীরা অন্যদিকে তেমনি শুরু হয়েছে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদানের পালা। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনারায়াণপুর সালানপুর ব্লক তৃণমূল কার্যালয়ে ব্লক নেতৃত্বকে শুভেচ্ছা তথা সংবর্ধনা জানাল ব্লকের সংখ্যালঘু সেলের কর্মীরা। এদিন তারা ব্লক সভাপতি মহম্মদ আরমান এবং সহ সভাপতি ভোলা সিংকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মান্নু সিদ্ধিকি বলেন, “এই জয় ঐতিহাসিক। সমস্ত কর্মীরা এক জোট হয়ে পুরো ব্লককে বিরোধী শূন্য করেছে। এই ব্লকে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,যুবনেতা মুকুল উপাধ্যায় ও সহ সভাপতি ভোলা সিংয়ের নেতৃত্বে প্রচুর উন্নয়ন মূলক কাজ হয়েছে। তাই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে ভোট দিয়েছেন। আমরা নেতৃত্বের কাছে একটাই দাবি জানাবো সমস্ত সম্প্রদায়ের জন্য আল্লাডি মোড়ে একটি বড় লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য। যাতে যুব সমাজের পড়াশুনার ক্ষেত্রে উপকার হয়।”
অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, “এই জয় সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের সমস্ত শ্রেণীর মানুষের জয়। তৃণমূল কংগ্রেস কখনো রঙ ও জাত দেখে রাজনীতি করে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে রাজনীতি করেন।”