সংবাদদাতা, আসানসোলঃ– শাড়ি পড়ে বৃহন্নলা সেজে তোলা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি। ঘটনা আসানসোলের শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত চাঁদা মোড় এলাকার। পরে তাকে বেধড়ক মারধর মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বৃহন্নলা সমাজের সদস্যরা।
বৃহন্নলা সমাজের এক সদস্য এদিন জানান,গত কয়েক মাস ধরেই ওই ব্যক্তি শাড়ি পড়ে বৃহন্নলা সেজে দৌরাত্ম্য চালাচ্ছিল। গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল। বিষয়টি নিয়ে আগেভাগেই খবর ছিল তাদের কাছে। অবশেষে এদিন দলবল নিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তারা। সুনীতা কিন্নর নামে এক বৃহন্নলা বলেন, অনেক যুবক এভাবে শাড়ি পড়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যার জেরে বদনাম হতে হচ্ছে বৃহন্নলা সমাজকে।
অন্যদিকে জানা গিয়েছে ওই ব্য়ক্তি এলাহাবাদের বাসিন্দা। তবে বর্তমানে আসানসোলে থাকেন। এর আগে আসানসোলের লোকাল ট্রেনে একইভাবে বৃহন্নলা সেজে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতো সে। সিআরপিএফ তাকে হাতেনাতে ধরে ফেলায় সে জাতীয় সড়কে ফের দৌরাত্ম্য শুরু করে।