সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্ট থেকে উদ্ধার হওয়া এক গুরুতর অসুস্থ ট্রাক চালকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে মৃত ট্রাক চালক কুমারডুবির গাড়িখানার বাসিন্দা। নাম সুবোধ কুমার যাদব ওরফে ছোটু, বয়স ৩১।
ঘটনা সূত্রে জানা যায় গতকাল ডুবুরডিহি চেকপোষ্টর পার্কিংয়ে ওই ট্রাক চালককে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অন্যদিকে দাদার অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই ট্রাক চালকের ভাই আশীষ যাদব। স্থানীয়দের সাহায্যে তড়ঘড়ি অসুস্থ দাদাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। কিন্তু সেখান থেকে অসুস্থ ওই ট্রাক চালককে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ট্রাক চালক সুবোধ কুমার যাদবকে। কিন্তু সেখানে চিকিৎসাচলাকালীন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
মৃত ট্রাক চালকের ভাই আশীষ ষাদবের দাবি তার দাদাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল, তার জেরেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্য়ু হয় তার। এমনকি মৃত্যুর আগে তারা দাদা তাকে জানায় রবি নামে এক ব্যক্তি তাকে মারধর করে। পাশাপাশি তার দাদার দুই পায়ে ও বুকে গভীর ক্ষত ছিল বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগও জানান। তদন্তে নেমে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আসানসোল আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে ট্রাক চালকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে গতি আনতে চাইছে কুলটি থানার পুলিশ।