সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের নার্কোটিক ড্রাগস সাইকোট্রপিক সাবস্টেনসেসের স্পেশাল বা বিশেষ কোর্ট বেআইনি ফেনসিডিল সিরাপ পাচারের দায়ে এক ট্রাক চালককে দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করল। বিশেষ কোর্টের বিচারক শ্রীময়ী কুন্ডু এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ট্রাক চালক মূর্শিদাবাদের বাসিন্দা নাম আব্দুল রহমান রুবেল। অন্য়দিকে সাজা ঘোষণার পরে আব্দুল রহমান রুবেলের আইনজীবী গুরপ্রীত সিং এদিন জানান এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আবেদন করবেন।
জানা গেছে, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রাজ্য পুলিশের এসটিএফ বা বিশেষ টাস্ক ফোর্সের অফিসাররা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বরী এলাকায় অভিযান চালান। সেই অভিযান একটি ট্রাক আটকানো হয়। তার থেকে উদ্ধার করা হয় ৫ হাজার বোতল বেআইনি বা নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। এই সিরাপ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা সেই সিরাপ নিয়ে যাওয়ার কোন বৈধ নথি ট্রাক চালক আব্দুল রহমান রুবেল এসটিএফের অফিসারদের দেখাতে পারেননি। এরপর তাকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে একটি এফআইআর করা হয়। মামলা চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে এসটিএফের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। ট্রাক চালকের বিরুদ্ধে ফ্রেমও গঠন করা হয়। মামলায় মোট সাতজন সাক্ষ্য দেন। তার মধ্যে সিরাপ বাজেয়াপ্ত করা ট্রাকের মালিকও ছিলেন।
প্রসঙ্গতঃ, ২০১৯ সালে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিলো। তারপর থেকে এই প্রথম এসটিএফের করা কোন মামলা শেষে আসানসোলের জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণা করা হলো।