eaibanglai
Homeএই বাংলায়গাড়ি বাতিল ইসিএলের, প্রতিবাদে ২৪ দিন ধরে ধর্নায় গাড়ি মালিকেরা

গাড়ি বাতিল ইসিএলের, প্রতিবাদে ২৪ দিন ধরে ধর্নায় গাড়ি মালিকেরা

সংবাদদাতা,আসাচনসোলঃ– শনিবার চব্বিশ দিনে পড়ল ইসিএলের শাকতোড়িয়া মুখ্যদপ্তরের সামনে চলা গাড়ির চালক ও মালিকদের অবস্থান বিক্ষোভ। জানা গেছে ৬৫ জন গাড়ির মালিক ও চালকদেরকে সরিয়ে দিয়ে নতুন টেন্ডারের মাধ্যম নতুন গাড়ির ব্যবস্থা করেছে ইসিএল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে ও নতুন টেন্ডার করে পুরোনো গাড়ি মালিকদের ফেরানোর দাবিতে চলছে এই লাগাতার বিক্ষোভ।

উল্লেখ্য এই অবস্থান বিক্ষোভ চলাকালীন দিন কয়েক আগে তৃর্ণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ধর্না মঞ্চে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান ও ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের দাবি গুলি জানান। যদিও ওই দাবিদাওয়া নিয়ে কোনোরকম উৎসাহ দেখাননি কর্তৃপক্ষ।

এদিকে ২৪ দিন ধরে লাগাতার চলছে অবস্থান বিক্ষোভ । এরই মধ্যে গতকাল স্থানীয় এক ব্যাবসায়ী কল্লোল মুখার্জি তার ৫ টি নতুন গাড়ি ইসিএলকে ভাড়া দেওয়ার জন্য নিয়ে পৌঁছলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বিক্ষোভকারী দের মধ্যে। তার প্রতিবাদে এদিন বিক্ষোভরত গাড়ি মালিক ও চালকেরা ব্যবসায়ী কল্লোল মুখার্জির কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের দাবি নতুন করে টেন্ডার করে পুরোনো গাড়ি মালিকদের কাছ থেকে নিয়োগ করতে হবে। নাহলে আরও বড়ো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments