সংবাদদাতা,আসাচনসোলঃ– শনিবার চব্বিশ দিনে পড়ল ইসিএলের শাকতোড়িয়া মুখ্যদপ্তরের সামনে চলা গাড়ির চালক ও মালিকদের অবস্থান বিক্ষোভ। জানা গেছে ৬৫ জন গাড়ির মালিক ও চালকদেরকে সরিয়ে দিয়ে নতুন টেন্ডারের মাধ্যম নতুন গাড়ির ব্যবস্থা করেছে ইসিএল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে ও নতুন টেন্ডার করে পুরোনো গাড়ি মালিকদের ফেরানোর দাবিতে চলছে এই লাগাতার বিক্ষোভ।
উল্লেখ্য এই অবস্থান বিক্ষোভ চলাকালীন দিন কয়েক আগে তৃর্ণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ধর্না মঞ্চে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান ও ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের দাবি গুলি জানান। যদিও ওই দাবিদাওয়া নিয়ে কোনোরকম উৎসাহ দেখাননি কর্তৃপক্ষ।
এদিকে ২৪ দিন ধরে লাগাতার চলছে অবস্থান বিক্ষোভ । এরই মধ্যে গতকাল স্থানীয় এক ব্যাবসায়ী কল্লোল মুখার্জি তার ৫ টি নতুন গাড়ি ইসিএলকে ভাড়া দেওয়ার জন্য নিয়ে পৌঁছলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বিক্ষোভকারী দের মধ্যে। তার প্রতিবাদে এদিন বিক্ষোভরত গাড়ি মালিক ও চালকেরা ব্যবসায়ী কল্লোল মুখার্জির কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের দাবি নতুন করে টেন্ডার করে পুরোনো গাড়ি মালিকদের কাছ থেকে নিয়োগ করতে হবে। নাহলে আরও বড়ো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।