eaibanglai
Homeএই বাংলায়জেলার দুই মন্ত্রীকে সংবর্ধনা

জেলার দুই মন্ত্রীকে সংবর্ধনা

সংবাদাতা, আসানসোলঃ- সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদলে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলা থেকে দুর্গাপুর পূর্বের বিধায়ক ড: প্রদীপ মজুমদার। পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। আর আগে থেকেই এই জেলা থেকে মন্ত্রীর পদে আসীন রয়েছেন আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। মলয় ঘটককে আইনের পাশাপাশি তার পুরনো শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জেলা থেকে এবার মন্ত্রী পদে দুজন বিধায়ক দায়িত্ব পাওয়ায় খুশি জেলার মানুষ । রবিবার আসানসোল রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুই মন্ত্রী মলয় ঘটক ও ডঃ প্রদীপ মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। দুই মন্ত্রীকে সম্বর্ধনা নিয়ে দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বকে বার্তা দিয়ে বলেন, রাজ্য সরকারের সব প্রকল্প যাতে মানুষ পায় তার দিকে ছাত্র ও যুবদেরকেই নজর রাখতে হবে।

এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল এবং তৃণমূল ছাত্র পরিষদের অভিনব মুখোপাধ্যায় । এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়,ইন্দ্রানী মিশ্র, মানস দাস বঙ্গজননীর পক্ষ থেকে আলপনা বন্দোপাধ্যায়,কাউন্সিলার রীনা মুখোপাধ্যায়,ববিতা দাস,কাউন্সিলর তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র, জেলার তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ,ভানু বোস,প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেনসহ আরো অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments