eaibanglai
Homeএই বাংলায়একাধিক দাবিতে খনি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

একাধিক দাবিতে খনি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদদাতা,আসানসোলঃ– খনিতে ব্লাস্টিংয়ের কারণে শুকিয়ে যাচ্ছে এলাকার একাধিক জলাশয়। ক্ষতির সম্মুখীন গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আসানসোলের সোদপুর এরিয়ার নরসামুদা কোলিয়ারির গেটের সামনে বিক্ষোভ দেখাল খনি সংলগ্ন ছোটদিঘারী গ্রামের বাসিন্দারা। ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির উদ্যোগেই এই বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা।

গ্রামবাসীর অভিযোগ অবৈজ্ঞানিকভাবে খনিতে অহরহ ব্লাস্টিং করা হচ্ছে। যার জেরে একদিকে যেমন গ্রামে ধসের আশঙ্কা দেখা দিয়েছে তেমনি এলাকার জলাশয়গুলিও শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি খনির জন্য এলাকায় বাড়ছে দূষণ। এমনকি বহু প্রাচীন গ্রামের রঘুনাথ মন্দিরটিও ক্ষতির সম্মুখীন। তাই এদিন মন্দির সংস্কার সহ এলাকার জলাশয়গুলি সংস্কারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। এরপর কোলিয়ারি এজেন্ট ও ম‍্যানেজার ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির সদস্যদের সাথে আলোচনায় বসে গ্রামবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments