eaibanglai
Homeএই বাংলায়জল স্বপ্ন প্রকল্পের জলের পাইপ গায়েব, অভিযোগ দায়ের

জল স্বপ্ন প্রকল্পের জলের পাইপ গায়েব, অভিযোগ দায়ের

সংবাদদাতা,আসানসোলঃ– জল স্বপ্ন প্রকল্পের জলের পাইপ চুরি হয়ে গেল। প্রসঙ্গত আসানসোলের সালানপুর ব্লক জুড়ে শুরু হয়েছে জল স্বপ্ন প্রকল্পের কাজ। পিএইচ থেকে বিভিন্ন অঞ্চলে পাইপ বসিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সালানপুর থানার অন্তর্গত বনজেমারী-৫ নাম্বারের কাছে জলের পাইপ লাইন বসানোর জন্য ৪৫০ মিমি’র ৬মিটার লম্বা ২৫টি পাইপ সেপ্টেম্বর মাসে রাখা হয়েছিল। কিন্তু জমির কিছু অসুবিধার জন্য কিছুদিন কাজ বন্ধ করে রেখে ছিলো ওই প্রকল্পের ঠিকাদার। সম্প্রতি সেই জমি বিবাদ মিটে যাওয়ায় গত ১৪ অক্টোবর ফের পাইপ লাইনের কাজ করতে গেলে ঠিকাদার দেখেন তাদের রেখে যাওয়া পাইপ গুলি নেই, সব চুরি হয়ে গেছে। এরপরই ঠিকাদার কানাই লাল গাঙ্গুলি ও পিএইচই কর্তৃপক্ষ সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন।

যদিও এই পাইপ চুরি নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় মোট পাইপ হাতে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার জন্য হাইড্রা ও ট্রাকের প্রয়োজন পড়ে। স্থানীয়দের একাংশের দাবি এই চুরির সঙ্গে স্থানীয় কিছু বড় মাপের মাথা জডিত রয়েছে। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments