সংবাদদাতা,আসানসোলঃ– বড়দিনের ছুটিতে চার্লি চ্যাপলিনকে দেখতে ভাস্কর সুশান্ত রায়ের আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে ঢল নামল মানুষের। বড়দিনের দিনই আসানসোল ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন হলো চার্লি চ্যাপলিনের মোমের মূর্তি। এই দিনই ছিল বিশ্বজনীন চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও সুরকার স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়রের মৃত্যু দিবস।
ভাস্কর সুশান্ত রায়ের হাতে যেন জীবন্ত হয়ে উঠেছেন সবার প্রিয় কৌতুক শিল্প চার্লি চ্যাপলিন। যা দেখে রীতিমতো চমকে গেছেন দর্শনার্থীরা। যদিও ভাস্কর সুশান্ত রায় জানান অন্যান্য মূর্তি বানাতে যে সময় লাগে তার তুলনায় অনেকটাই কম সময় লেগেছে এই মূর্তি বানাতে। প্রায় কুড়ি দিন সময় লেগেছে । একেবারে চার্লি চ্যাপলিনের মতন হুবহু রূপ দেওয়া হয়েছে মোমের মূর্তিটির। কালো হ্যাট, কালো কোট, কালো প্যান্ট পড়ে চার্লি চ্যাপলিন যেন ঠিক হাসছেন। শুধু তাই নয় সিনেমায় তাঁর হাতে যেরকম ছড়ি বা লাঠি থাকতো সেই রকম ছড়ি খুঁজে নিয়ে এসে মূর্তির হাতে লাগিয়েছেন শিল্পী। মূর্তিটি একেবারে নিখুঁতভাবে বানানো হয়েছে।
চার্লি চ্যাপলিনের পর জনপ্রিয় ফুটবল তারকা এবারের বিশ্বকাপের নায়ক আর্জেন্টিনার ফুটবলার নিওনেল মেসির মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে আসানসোলের মোম শিল্পীর। খুব দ্রুত ওই মূর্তিও আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে দেখা যাবে বলে জানান তিনি।