সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চিত্তরঞ্জন নিয়ামতপুর রোডের চৌরাঙ্গি মোড়ের ময়দা মিল এলাকার। এদিন মিল সংলগ্ন এক জলাশয়ে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় চৌরাঙ্গি ফাঁড়িতে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
মৃত মহিলার পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৬৫ বছর। কিন্তু কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।