সংবাদদাতা,আসানসোলঃ- একদিবসীয় মহিলা ফুটবল ম্যাচের মাধ্যমে সালানপুরে অনুষ্ঠিত হল খেলা হবে দিবস। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও সালানপুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায়,ক্ষুদিকা ফুটবল একাডেমির ব্যাবস্থাপনায় ক্ষুদিকা কালী মন্দির ময়দানে আয়োজন করা হয়েছিল এই মহিলা ফুটবল প্রতিযোগীতার। খেলায় ক্ষুদিকা ওয়ারিয়ারস বনাম ক্ষুদিকা চ্যালেঞ্জারস দুটি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে জয়ী ও পরাজিত দলকে ট্রফি ও খেলোয়াড়দের প্রত্যেককে পুরস্কৃত করা হয়।
খেলা হবে দিবসের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি, সমাজসেবী মুকুল উপাধ্যায়,সমাজসেবী ভোলা সিং,ফুচু বাউরি,বাবলু ঘাসি সহ এলাকার বিশিষ্টজনেরা।