নিজস্ব সংবাদাদাতা, আসানসোলঃ– আসানসোলে লোক শিল্পীদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে জেলা প্রশাসন। রাজ্য সরকারের উদ্যোগে এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সহযোগীতায় আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে এই কর্মশালাটি আয়োজিত হবে। পশ্চিম বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগীতায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এই কর্মশালার আয়োজন করছে। আদিবাসী সঙ্গীত ও নৃত্য নিয়েই মূলত কর্মশালার আয়োজন করা হয়েছে । লোক শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিন দিনের (৭-৯ অক্টোব) এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে আসানসোলের স্পন্দন হলে। আদিবাসী নৃত্য গীতির মাধ্যমে রাজ্যের সরকারি প্রকল্পগুলির বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। যাতে করে প্রতিটি মানুষ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পগুলির সুবিধা লাভ করতে পারেন। এর ফলে যেমন সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে অবগত হবেন, তেমনভাবে গানের মাধ্যমে প্রচার করে কিছুটা উপার্জনের দিশা খুঁজে পাবেন লোকশিল্পীরা। তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার একাধিক ছোট বড় লোকশিল্পী অংশগ্রহণ করবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।