সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণুবিহার এলাকায় জঙ্গলে পড়ে থাকা যুবকের রহস্য মৃত্যুর ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ওই যুবকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত মৃত যুবকের ছোট মামা। তার নাম কুমার সাউ। তাকে খুনে সহায়তা করার অভিযোগে কুমার সাউয়ের এক সঙ্গী সনু কুমারকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য গত রবিবার দুপুরে মধ্যাহ্ন ভোজের আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বিট্টু সাউ নামে বছর ২৭-এর যুবক। ঘণ্টা খানেক পর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিং হয়ে যায়। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে খোঁজাখুজি শুরু করেন। রাতের দিকে পলাশ বাগান জঙ্গলে ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা স্থলে পৌঁছন ডিসি অভিষেক মোদী,এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ কুলটি থানার পুলিশ। অন্যদিকে অভিযুক্ত দুইজনকে বুধবার আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে। তবে কি কারণে এই খুন সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে।