সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের অভিজাত এলাকায় ব্য়বসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক ও একটি চার চাকা গাড়ি।
প্রসঙ্গত গত শুক্রবার আসানসোলের নর্থ হিলভিউ এলাকায় সুবীর বসু নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। কিন্তু বাড়ির কাজের লোকের তৎপরতায় তারা বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। এলাকার সিসিটিভি ফুয়েজের ধরা পড়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীদের ছবি। তদন্তে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চার জনের নাম অখিলেশ, সাদ্দাম,রঘুনাথ কর্মকার ও তাবরেজ খান। তাবরেজ খান কে আসানসোল উত্তরের সুগম পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। একটি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। এর পর আসানসোলের নুরুদ্দিন রোড এলাকা থেকে অখিলেশকে গ্রেপ্তার করা হয়।ডামড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথকে।
ধৃত অখিলেশকে হামলার ঘটনার মাস্টারমাইন্ড বলে মনে করছে তদন্তকারীরা। যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় যুক্ত থাকতে পারে আরও বেশ কয়েকজন। যোগ থাকতে পারে বাইরের রাজ্যের সঙ্গে।