eaibanglai
Homeএই বাংলায়চার স্টেশন থেকে পাঁচ নাবালককে উদ্ধার

চার স্টেশন থেকে পাঁচ নাবালককে উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ” অপারেশন নানহে ফারিস্তে”, ভারতীয় রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) পরিচালিত একটি বিশেষ অভিযান, যার লক্ষ্য রেলওয়ে স্টেশন এবং ট্রেনে বিপদগ্রস্ত, হারিয়ে যাওয়া বা শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের চিহ্নিত করে তাদের উদ্ধার করে সুরক্ষা প্রদান করা। যেমন শিশুশ্রম, পাচার, বা অন্যান্য শোষণ থেকে বাঁচানো।

এবার এই অভিযানে শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী চার স্টেশন থেকে পাঁচ নাবালককে উদ্ধার করল। বোলপুর, কলকাতা, দুমকা এবং মধুপুর স্টেশনের ট্রেন এবং স্টেশন চত্বর থেকে পাঁচজন নাবালক ছেলে ও মেয়েকে উদ্ধার হয়। উদ্ধার হওয়া নাবালকদের যত্ন, পরামর্শ এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপিএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে, তিনজন তাদের পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলো৷ আর একটি নাবালক ভুলবশত ভুল ট্রেনে উঠেছিলো। অন্য আরেক নাবালককে ট্রেনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments