eaibanglai
Homeএই বাংলায়ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক

ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এবার ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে হয়ে গেল প্রশাসনিক স্তরে বৈঠক। সোমবার আসানসোলে জেলাশাসকের দপ্তরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে বৈঠক করলেন জেলাশাসক এস পেন্নাবলম। এই সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা স্বচ্ছ করার বিষয়ে রাজনৈতিক দলগুলি একাধিক প্রস্তাব ও পরামর্শও দিয়েছে বলে জানা গেছে।

এই বৈঠকের পরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আকাশ মুখোপাধ্যায় বলেন, “অনেক ভোটারের নাম অনলাইনেও নিবন্ধিত করা হয়েছে। যে কারণে ৬ জানুয়ারি,২০২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করা হচ্ছে। যার সমাধান করা প্রয়োজন আছে। তাই যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাদের নাম চূড়ান্ত করার আগে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হোক। তবেই ভোটার তালিকার স্বচ্ছতার উপর সকলের আস্থা থাকবে। আবার দেখা গেছে যে অনেক ভোটারের নাম একটি এপিক নম্বরে রয়েছে। তাই ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার করার জন্য বেশ কিছু বিষয় সংশোধন করার প্রয়োজন আছে।”

অন্যদিকে, জেলাশাসক এস পোন্নাবলম বলেন যে, “বৈঠকে ভোটার তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশ রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে কিভাবে ভোটার তালিকা স্বচ্ছ করা যায় সে সম্পর্কে পরামর্শ নেওয়া হয়েছে।” জেলাশাসক আরো বলেন, “এদিন রির্টানিং অফিসার পর্যায়েও বৈঠক করা হয়েছে। এরপরে এআরও বা এ্যাসিস্টেন্ট রির্টানিং অফিসার পর্যায়ে জেলার বিধান সভা ভিত্তিক বৈঠক করা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments