eaibanglai
Homeএই বাংলায়আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশাসনিক বৈঠক

আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশাসনিক বৈঠক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল মহকুমায় আসন্ন মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য মহকুমা স্তরে বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মহকুমাশাসকের কার্যালয়ে। বৈঠকে আসানসোল পুরনিগম ও মহকুমার চারটি ব্লকের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য এদিন জানান, ইতিমধ্যে গত ৩০ জানুয়ারি জেলাশাসক এস পোন্নাবলম পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। এদিন আসানসোল সাবডিভিশন স্তরে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকরা ছিলেন। পরীক্ষা নির্বিঘ্নে সংগঠিত করতে সমস্ত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে । গোটা আসানসোল মহকুমায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে ও পরীক্ষা শেষে বাড়ি যেতে পারে, তার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে। কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে, তাকে পরীক্ষা করবেন মেডক্যাল টিম। প্রয়োজনে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হবে। সেখানেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে পুলিশকে বলা হয়েছে। বিদ্যুৎ বন্টনে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

মহকুমাশাসকের পাশাপাশি এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ডিআই (মাধ্যমিক), চারটি ব্লকের বিডিও, পুলিশ, দমকল, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা, স্বাস্থ্য সহ সকল দপ্তরের সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ও মধ্য শিক্ষা পর্যদের দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক এবং যৌথ আহ্বায়ক।

প্রসঙ্গত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সময় সকাল পৌনে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলায় এবারের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজারেরও বেশি। তার মধ্যে ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে আসানসোল মহকুমায়। পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার সেন্টারের সংখ্যা মোট ৮৭ টি। তার মধ্যে আসানসোল মহকুমা ও দুর্গাপুর মহকুমায় সেন্টারের সংখ্যা ৫১ ও ৩৬টি। আসানসোল পুরনিগমে সেন্টারের সংখ্যা ৩৮ ও বাকি ১৩ টি চারটি ব্লকের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments