সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আগামী ৩ মার্চ শুরু হচ্ছে ২০২৫-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য,সমস্ত ব্লকের বিডিও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসানসোল মহকুমার আহ্বায়ক ও জয়েন্ট আহ্বায়ক এবং পুলিশ, দমকল , বন, ডাব্লুবিএসইসিএল, স্বাস্থ্য ইত্য়াদি সমস্ত দপ্তরের আধিকারিকরা।
জানা গেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৮৫ টি। যার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ৫২টি এবং দুর্গাপুরে রয়েছে ৩৩ টি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৮৭৫ জন। আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯৫০ জন।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত।





