eaibanglai
Homeএই বাংলায়'আমাদের পাড়া, আমাদের সমাধান'- উপস্থিত মহকুমা শাসক, ডেপুটি মেয়র

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’- উপস্থিত মহকুমা শাসক, ডেপুটি মেয়র

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:mসরকারি পরিষেবাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের অভিনব প্রকল্প – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। দাবি করা হচ্ছে, শুধু এইদেশে নয়, সমগ্র বিশ্বে এই ধরনের কর্মসূচি এই প্রথম নেওয়া হচ্ছে। লক্ষ্য এলাকার বাসিন্দারা যাতে নিজ নিজ এলাকার ছোটবড় সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন। এরজন্য মোটামুটি ১৬ টি সাধারণ সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।

১৩ ই আগস্ট আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজিত এই কর্মসূচিতে মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এর উপস্থিতিতে পৌর নিগমের ৫৩ নং ওয়ার্ডের ৩৮ ও ৩৯ বুথের বাসিন্দারা নিজ নিজ এলাকার সমস্যা উপস্থিত সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সেগুলি লিপিবদ্ধ করা হয়।

৫৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হলেন পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। স্বাভাবিকভাবেই এই কর্মসূচির প্রতি ওয়ার্ডবাসীর আলাদা আগ্রহ ছিল। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তি শিবিরে উপস্থিত ছিলেন। পৌর নিগমের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে তাদের বরণ করা হয়।

মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি আমাদের আসানসোলেও আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে।এই কর্মসূচি নভেম্বর ৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ । শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, পাড়ার ছোট কাজ গুলি পাড়ার মানুষের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সরকারের এই প্রকল্প।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে এই প্রকল্পের ঘোষণা করেছেন।যেসব ছোট ছোট কাজগুলো রয়েছে সেই কাজ গুলোর সমাধান করা হবে।তার জন্য প্রতি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০লক্ষ টাকা ধার্য্য করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments