eaibanglai
Homeএই বাংলায়বাড়ি মালিকের বাধা, অবৈধ নির্মাণ না ভেঙেই ফিরে গেলেন পুরকর্মীরা

বাড়ি মালিকের বাধা, অবৈধ নির্মাণ না ভেঙেই ফিরে গেলেন পুরকর্মীরা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বাড়ি বালিকের বাধার মুখে পড়ে অবৈধ নির্মাণ না ভেঙেই ফিরে গেলেন পুরকর্মীরা। পরে তারা গোটা বিষয়টি আসানসোল পুরনিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারকে জানান।

জানা গেছে আসানসোলের হটন রোডের মাস্টার পাড়ায় একটি বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ জারি করে আসানসোল পৌরনিগম। সেই মতো গতকাল লিখিত নির্দেশিকা সহ পুরকর্মীরা অবৈধ নির্মাণ ভাঙলে গেলে বাধা দেন বাড়ির মালিক রুকসানা খাতুনের স্বামী ইফতিকার আলি।

পুর কর্মীদের কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে ইফতিকার আলি দাবি করেন যে তার নির্মাণ অবৈধ নয়। কোন বেআইনি কাজ করা হয় নি। তার কাছে সমস্ত নথিপত্র রয়েছে । যদিও আসানসোল পুরনিগম তার নির্মাণকে অবৈধ বলে ভাঙার নির্দেশ কেন দিল তার কোন সদুত্তর দিতে পারেননি বাড়ির মালিক।

বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ওই অবৈধ নির্মাণের মালিক আসানসোল পুরনিগমে গিয়ে স্বীকার করেছিলেন যে ওই নির্মাণ অবৈধ এবং তিনি নিজেই তা ভেঙে ফেলার কথা বলেছিলেন। কিন্তু তা কার্যকর না হওয়ায় পুরনিগম ওই নির্মাণ ভাঙার নির্দেশ জারি করে। মেয়র বলেন, “এখন আইনত যা কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments