সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম রেহান খান (২২)। সে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি বন্দুক। পুলিশের প্রাথমিক অনুমান বড়সড় কোন অপরাধমূলক কাজের জন্য এলাকায় উপস্থিত হয়েছিল সে। শনিবার তাকে নিজেদের হেফাজতে চেয়ে আসানসোল আদালতে পেশ করে পুলিশ।
ওই যুবক কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত কিনা, কোথা থেকে সে বন্দুক পেল, কি উদ্দেশ্যে বন্দুক সঙ্গে রেখেছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।





