সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– দুর্নীতিতে লাগাম টানতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পুলিশের লাগাতার অভিযান চলছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই নেমেছে শাস্তির খাঁড়া। পাশাপাশি লোহার অবৈধ কারবারের অভিযোগে গ্রেফতার হয়েছে দুর্গাপুরের দুই তৃণমূল নেতা। এবার সরকারি জমি দখল, পুকুর ভরাট সহ জমির অবৈধ কারবারের অভিযোগে আসানসোল থেকে গ্রেফতার হলেন দুই ব্যবসায়ী। শুক্রবার রাতে এথেসাম আজমি ওরফে উইলসন নামের এক ব্যবসায়ী তথা প্রোমোটারকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপর শনিবার রাতে গ্রেফতার করা হয় আসানসোলের আরও এক ব্যবসায়ী দীনেশ গড়াইকে। তাকেও গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, আসানসোলের উত্তর থানা এলাকার বাসিন্দা এই দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। জমি থেকে শুরু করে অন্যান্য অবৈধ কারবার চালানোর অভিযোগও আছে তার নামে। স্থানীয়দের একাংশের মতে, তিনি শাসক দল ঘনিষ্ঠ। অন্যদিকে আসানসোলের পলাশডিহিতে পুকুর ভরাটের অভিযোগে রয়েছে ধৃত ব্যবসায়ী উইলসনের বিরুদ্ধে।
গত কয়েক দিন ধরে দুই শিল্পাঞ্চলে একের পর এক দুর্মীতি দমন ও গ্রেফতারির ঘটনায় এখন সাধারণের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এবার পালা কার?