সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে এক টোটো যাত্রীর কাছ থেকে উদ্ধার হল প্রায় প্রায় ২৫ কেজি গাঁজা। বরাচক স্টেশন রোড এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় ওই টোটো যাত্রীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বরাচক স্টেশন রোড এলাকায় অভিযান চালায় ও একটি টোটোকে রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় টোটো যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে বেশ কয়েক প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এরপরই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উড়িষ্যার মুনিগুরা থেকে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে পাচারের জন্য ওই গাঁজা আনা হয়েছিল। কিন্তু পাচারের আগেই পাচারকারী ধরা পড়ে যায়। ধৃত ব্যক্তির নাম দুর্গেশ সিং, সে আসানসোল মহিষিলা এলাকার বাসিন্দা। ধৃতকে হেফাজতে নিয়ে এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।