সংবাদদাতা,আসানসোলঃ- দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা সরব হলেন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। সম্প্রতি আসানসোলের আশ্রম মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করে সঞ্জয়বাবু বলেন,”সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাতে নিশ্চিত নিরাপত্তায় থাকে তার জন্য দেশের ব্যাংকগুলির জাতীয়করণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই নীতির উল্টোপথে হেঁটে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর ব্যাংকগুলির সংযুক্তি ঘটাচ্ছেন এবং কর্মী সংকোচন করছেন তাতে আতঙ্কিত হয়ে উঠেছেন ব্যাংক কর্মী সহ দেশের সাধারণ মানুষ। ইতিমধ্যে একাধিক ব্যাংকের সংযুক্তি ঘটানো হয়ে গেছে। অনেকেই মনে করছেন কেন্দ্র সরকারের এইসব পদক্ষেপ ব্যাংক বেসরকারীকরণের প্রাথমিক ধাপ। এরফলে আগামী দিনে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে।” তিনি আরও বলেন, “বিভিন্ন সময় দেশের সংকটকালে জাতীয় ব্যাংকগুলির কর্মচারীরা দেশের অর্থনৈতিক গতি থামতে দেয়নি। বর্তমানে সরকারের নীতির জন্য সরকারী ব্যাংকে চাকরি পাওয়া যেমন কমে গেছে তেমনি সাধারণ মানুষ ব্যাংক থেকে তেমন সুবিধা পাচ্ছে না।”
এদিনের আলোচনা সভায় শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন।





