সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের বারাবনি থানা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃতেরা হলেন আসানসোলের হীরাপুর থানার বার্ণপুরের শ্যামডিহির নেহাল রায় (৬১) ও আসানসোল উত্তর থানার গাড়ুইয়ের বলরাম ঘোষ (৩২)। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বারাবনি থানার বালিয়াপুরের কাছে।
জানা গেছে, এদিন বিকেলে আসানসোলের গাড়ুই থেকে নেহাল রায় ও বলরাম ঘোষ বাইকে করে গৌরান্ডি হোসেনপুর যাচ্ছিলেন বিয়ের সম্বন্ধ বিষয়ে কথা বলতে। বারাবনির বালিয়াপুরের কাছে তাদের মোটরবাইকের সামনে হঠাৎই একটি পিকআপ ভ্যান চলে আসে। সেই ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাইক সহ দুজন পিকআপ ভ্যানের তলায় চাপা পড়ে যায়। খবর পেয়ে বারাবনি ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আসানসোলজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।





