eaibanglai
Homeএই বাংলায়নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাল আসানসোলবাসী

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাল আসানসোলবাসী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নতুন বর্ষ ১৪৩২কে স্বাগত জানাল আসানসোলবাসী। নববর্ষ উপলক্ষ্যে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহ।

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে এদিন সকালে আসানসোল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে একটি প্রভাত ফেরি বার করা হয়। এই প্রভাত ফেরি গীর্জা মোড় থেকে শুরু হয়ে জিটি রোড ধরে আসানসোলের রাহা লেনের মিউনিসিপাল পার্কে শেষ হয়। প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সেজে উঠেছিলেন, যা অনুষ্ঠানের রঙ আরও বাড়িয়ে তুলেছিল।
পথে বিভিন্ন স্থানে সামাজিক সংগঠনগুলির তরফে প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রভাত ফেরির সমাপ্তির পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা নৃত্য-গীতি পরিবেশন করেন।

এদিনের এই প্রভাত ফেরিতে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সহ বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

এছাড়াও এদিন সকাল থেকেই আসানসোল শহরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । পাশাপাশি মন্দিরগুলিতেও সকাল থেকেই ছিল পুজো দেওয়ার জন্য উপচে পড়া ভীড়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments