সংবাদদাতা, আসানসোলঃ- ট্রাফিক সিগনালে লাল আলো দেখে দাঁড়িয়ে ছিলেন বাইক চালক। অন্যান্যদের মত গ্রীণ সিগন্যালের জন্য তিনি অপেক্ষা করছিলেন। ওই অবস্থাতেই হঠাৎ করে আগুন লেগে বাইকটি জ্বলে উঠবে অনুমান করতে পারেননি চালক সহ পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা। মুহুর্তের সতর্কতায় বাইক থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান চালক। চোখের সামনে বাইকটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেলেও প্রাণে বেঁচে যান তিনি। আসানসোল উত্তর থানা ট্রাফিক গার্ড কর্মীরা দ্রুত সেখানে ছুটে এসেও গাড়িটি রক্ষা করতে পারেনি।
পুলিশের অনুমান, ইঞ্জিনের শর্ট সার্কিট জনিত কারণে আগুন ধরে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটি আসানসোলের বিবেকানন্দ সরণির এইচএলজি মোড়ে।


















