eaibanglai
Homeএই বাংলায়অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে অংশগ্রহনকারী রানিগঞ্জের বিজেপি যুব মোর্চার নেতা আটক

অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে অংশগ্রহনকারী রানিগঞ্জের বিজেপি যুব মোর্চার নেতা আটক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত শনিবার অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে গন্ডগোল পাকানোর অভিযোগে রানিগঞ্জের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে আটক করল পুলিশ। আটক করা হয়েছে রানিগঞ্জরেপ আরও এক বিজেপি কর্মীকে। প্রতিবাদে সোমবার বিকেলে রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে বাঅবস্থান বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সদস্যরা। যার নেতৃত্বে দেন জেলা সম্পাদক অভিজিৎ রায়।

অভয়ার বিচার মেলেনি, এমনই অভিযোগে গত ৯ আগষ্ট অভয়ার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক ও কর্মীরা দলীয় পতাকা ছাড়াই অংশ নেন। সেই অভিযান নিয়ে কলকাতার রাস্তায় গন্ডগোল হয়। হাওড়া পুলিশ সবমিলিয়ে নয়টি মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাসিন্দা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডলকে আটক করে রানিগঞ্জ থানার পুলিশ। আটক করা হয় ঈশ্বর ঘোষ নামে আরো একজনকে।

জানা গেছে, নবান্ন অভিযানের দিন ব্যারিকেড ভাঙার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে হাওড়া পুলিশ এই অভিক মন্ডলকে সনাক্ত করে। যদিও বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় এদিন দাবি করেন, অভিক মন্ডলকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।

অন্য়দিকে রানিগঞ্জ থানার এক আধিকারিক জানান, হাওড়া পুলিশের নির্দেশ মতো অভিক মন্ডলকে আটক করা হয়েছে। একইসাথে আরো একজনকেও আটক করা হয়েছে। হাওড়া পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হবে।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments