eaibanglai
Homeএই বাংলায়আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির

আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পুলিশের করা একটি মামলায় সোমবার আসানসোল আদালতে আত্মসম্পর্ণ করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। যদিও এদিনই তিনি জামিন পেয়ে যান।

প্রসঙ্গেতঃ, গত ২১ ফেব্রুয়ারি জিতেন্দ্র তিওয়ারি জামুড়িয়ার দরবারডাঙ্গা জলপ্রকল্প এলাকা পরিদর্শনে গেলে অশান্তি হয়। তাঁর সঙ্গে ছিলেন সেই এলাকার বিজেপি নেতা ও কর্মীরা। তাঁদের সঙ্গে এলাকায় উপস্থিত কিছু লোজদনের হাতাহাতি ঘিরে উত্তেজনা ছড়ায়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরের দিন এই ঘটনার জন্য সেই জল প্রকল্পের এক নিরাপত্তা রক্ষীর অভিযোগের ভিত্তিতে জামুড়িয়া থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারি এবং তার সহযোগী গোপী পাত্রর বিরুদ্ধে এফআইআর করে। এদিন সেই মামলায় আসানসোল আদালতে হাজিরা দেন জিতেন্দ্র তিওয়ারি।

এদিন জিতেন্দ্র তিওয়ারি জানান, তিনি যখন মেয়র ছিলেন, কঠোর পরিশ্রম করে জামুরিয়ার দরবারডাঙ্গা জল প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু বালি মাফিয়ারা অজয় নদ থেকে বালি উত্তোলন করায় ওই জল প্রকল্পটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে দলীয় কর্মীদের মারফত খবর পান। জল প্রকল্পের যদি কোনও ক্ষতি হয়, তাহলে জামুরিয়া এবং আশেপাশের বিশাল এলাকার মানুষকে জল সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণেই তিনি এলাকাটি পরিদর্শনে গিয়েছিলে। কিন্তু সেখানে তৃণমূলের নেতাদের প্ররোচনায় বালি মাফিয়ারা তাঁর ও দলের কর্মীদের ওপর হামলা করে। কিন্তু পরে দেখা যায় ওরাই উল্টে মামলা করে। শাসক দলের নেতাদের অনুমতি ছাড়া পুলিশের পক্ষে এইভাবে কারো বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব নয় বলেই দাবি করেন বিজেপি নেতা। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জল প্রকল্পটি নষ্ট হতে দেখেও চুপ করে বসে থাকতে পারবো না। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তার জন্য যদি জেলে যেতে হয়, তাও যাবো। কিন্তু জল প্রকল্পটি রক্ষা করবোই।”

এদিন আদালতে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে আত্মসমর্পণ করেন তাঁর সঙ্গী গোপী পাত্র। আদালতে সওয়াল-জবাব শেষে বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জিতেন্দ্র তেওয়ারি জামিন মঞ্জুর করেন। জামিন পান গোপী পাত্রও। মামলার পরবর্তী পরের শুনানি দিন ধার্য হয়েছে আগামী ১৪ তারিখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments