eaibanglai
Homeএই বাংলায়মিছিলে "ভারত বিরোধী" শ্লোগান! অভিযুক্তদের গ্রেফতারের দাবি বিজেপির

মিছিলে “ভারত বিরোধী” শ্লোগান! অভিযুক্তদের গ্রেফতারের দাবি বিজেপির

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের মদতে ওই জঙ্গি হমলা ঘটেছে বলে দাবি করেছে ভারত। যা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে আসানসোলে ওয়াকফ বিরোধী একটি মিছিলে “ভারত বিরোধী” শ্লোগান উঠেছে বলে অভিযোগ।

প্রসঙ্গতঃ, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার আসানসোলের সফি মোড়ে তেহফুজে ওয়াকফ কমিটির তরফে একটি বিশাল প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়েছিলো। বিজেপি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করে ওই মিছিলে “ভারত বিরোধী” শ্লোগান উঠেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সহ অন্যান্য নেতা ও কর্মীরা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। যা নিয়ে শুরু হয় বিতর্ক ও রাজনৈতিক তরজা। যদিও ওই মিছিল আয়োজককারী মুসলিম সংগঠনের তরফে অভিযোগ অস্বীকার করে এই অভিযোগকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করা হয়েছে।

গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানা ও উত্তর থানায় বিজেপি নেতা অভিজিৎ রায়ের নেতৃত্বে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবং শুক্রবার তাঁর নেতৃত্বে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা। পাশাপাশি বিজেপির তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে একটি ভিডিও বার্তায় প্রতিক্রিয়াও দিয়েছেন। তিনি বলেন, “বৃহস্পতিবারের মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে, তা আমাদের ভাবাবেগকে আঘাত করেছে। আমরা চাই যারা এই স্লোগান দিয়েছে তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হোক।”

অন্যদিকে, শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে কথা বলেন তেহফুজে ওয়াকফ কমিটির প্রতিনিধিরা। পরে কমিটির আসানসোলের আহ্বায়ক সৈয়দ আসাদ কাসমি বলেন, “স্লোগান দেওয়ার বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। কেউ এই ধরণের স্লোগান দেয়নি। ওয়াকফ আইনের বিরোধিতা করার সময়, আন্দোলনকারীরা হিন্দুস্তান জিন্দাবাদ এবং সংবিধান জিন্দাবাদ স্লোগান দেয়। মিডিয়ার কাছে এর রেকর্ডিংও রয়েছে। আমরা আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বলেছি আমরা চাই যে এই ধরণের মিথ্যা অভিযোগকারী, তা যে কেউই করুক না কেন, সে যে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

অন্যদিকে শাসক দলের তরফে গোটা বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments