eaibanglai
Homeএই বাংলায়দলীয় বিধায়িকার প্রতি অশালীন মন্তব্য, ক্ষুব্ধ বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ

দলীয় বিধায়িকার প্রতি অশালীন মন্তব্য, ক্ষুব্ধ বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, বার্ণপুর, পশ্চিম বর্ধমান -: মিঠাই বাবু নামে জনৈক তৃণমূল সমর্থক আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা

অগ্নিমিত্র পালের প্রতি অশালীন ও অপমানজনক মন্তব্য করেছে – এই অভিযোগ তুলে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মীরা বার্ণপুরের ত্রিবেণী মোড়ে রাস্তা অবরোধ করে একটি বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করে। তারা দদলীয় বিধায়িকার প্রতি অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করে এবং রাত ১২ টার মধ্যে তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি করে। আপাতত প্রতীকী বিক্ষোভ করা হলেও প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে সমগ্র জেলা জুড়ে তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়। বিজেপির অভিযোগ, দলীয় সমর্থকদের প্রতি মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ের জন্যই এই ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসে শৃঙ্খলার অভাব রয়েছে।

রাস্তা অবরোধের খবর পেয়েই হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জোর করে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভের সময় ব্রিজেশ ভার্মা, আনমোল সিং, মানবেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments