সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। প্রথম ধাপে বুথ লেভেল অফিসাররা ইনুমেরেশন ফর্ম বিলি এবং তা সংগ্রহ করে ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এখন অপেক্ষা খসড়া ভোটার তালিকা প্রকাশের। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ সকলেই অপেক্ষা করছেন এই তালিকার জন্য।
এরই মধ্যে শুক্রবার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শীতলায় বিজেপির জেলা কার্যালয়ে ভোটার তালিকা সংশোধন বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি নেতারা এবং পুরো প্রক্রিয়ার সাথে জড়িত সদস্যরা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ জেলা নেতৃত্বরা।
পরে এই কর্মশালা সম্পর্কে জেলা সভাপতি বলেন, “ভোটার তালিকায় যাতে একটিও ভুয়ো ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে হবে। খড়সা তালিকা প্রকাশের পর যদি ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকে, তাহলে কমিশনের নিয়ম ও বিধি অনুসারে অভিযোগ দায়ের করা হবে। আবার কোনও কারণে কোনও যোগ্য ভোটারের নাম যদি খসড়া তালিকায় অন্তর্ভুক্ত না হয়, তাহলে তাদের সহায়তা করা হবে। মোটের উপর ভোটার তালিকায় কোনও ভুয়ো ভোটারের নাম না থাকা এবং তালিকা থেকে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়া, এই বিষয়গুলি নিশ্চিত করতেই এদিনের কর্মশালার আয়োজন।”



















