সন্তোষ কুমার মণ্ডলঃ- দুদিন ধরে নিখোঁজ থাকা তরুণীর জঙ্গল থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনা আসানসোলের সালানপুর থানার কল্ল্যা গ্রাম পঞ্চায়েত এলাকার। মৃতার নাম অলকা কিসকু, (২৩ )। তিনি জিতপুর উত্তারামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের এক যুবক প্রাতঃকর্ম করতে গিয়ে জঙ্গলে ওই যুবতীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গ্রামে ফিরে তিনি খবর দেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত এর জন্যে পাঠায়।
মৃতার দাদা জানান, দুদিন আগে রামপুর গোসাইপাড়ার নিজের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বোন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে খবর পান যে কাকর কোনা গ্রামের পাশের একটি জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পেয়েই তারা ছুটে যান ও মৃতদেহ সনাক্ত করেন।
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।





