সংবাদদাতা,আসানসোলঃ- ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল যুবশিল্পী সংসদের পরিচালনায় পোলো গ্রাউন্ডে শুরু হলো ৪২ তম বইমেলা। প্রদীপ প্রজ্বলিত করে বইমেলার শুভ উদ্বোধন করেন সাহিত্যিক জয়া মিত্র। সংস্থার পতাকা উত্তোলন করেন সৌমেন দাস, বইমেলার পতাকা উত্তোলন করেন জেলাশাসক, বইমেলার স্মারক পত্রিকার উন্মোচন করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জ্জী। উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম, সংস্থার সম্পাদক সৌমেন দাস সহ অন্যান্যরা। জানা যাচ্ছে ১০ দিনব্যাপী এই বইমেলা ১৮ ই জানুয়ারি পর্যন্ত চলবে।
মেলায় আগতদের মনোরঞ্জনের জন্য থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান। সঙ্গে থাকছে ক্যুইজ, বসে আঁকো ও আলপনা প্রতিযোগিতা। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। হবে কবি সম্মেলন। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এই প্রথমবার বইমেলায় ‘গল্প শুনুন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী ও গৌরব বয়ে আনা মহান ব্যক্তিদের গল্প বলা হবে। বইমেলায় বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার ৫০ টি স্টল থাকছে। ইচ্ছে থাকলেও উদ্যোক্তারা উর্দু ভাষার স্টল করতে পারেননি। এটা নিয়ে তাদের একটা আক্ষেপ থেকে গেছে। থাকছে বাগবাজার রামকৃষ্ণ মিশন ও ইস্কনের স্টল। লিটল ম্যাগাজিনকে উৎসাহ দেওয়ার জন্য ২৬ টি টেবিল থাকছে। লেখকদের জন্য থাকছে নিজেদের বই উদ্বোধনের সুযোগ। পাশাপাশি থাকছে ১৪ টি খাবারের স্টল। জেলাশাসক বলেন, সমাজ যতই আধুনিক হোক না কেন বই মানুষের সবসময়ের সঙ্গী। তিনি আরও বলেন, আজ জেলাশাসক হিসেবে এসেছি, পরে বইপ্রেমী হিসেবে আসব। তিনি সবাইকে বইমেলায় আসার জন্য আহ্বান জানান। উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে সাহিত্যিক জয়া মিত্র বলেন, আগামী দিনে এই বইমেলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে।



















