অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:- শতাধিক বইপ্রেমী মানুষের উপস্থিতিতে গত ১৬ ই ডিসেম্বর রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ও স্থানীয় পাঠাগার কর্তৃপক্ষের পরিচালনায় আসানসোলের পোলো ময়দানে শুরু হলো পশ্চিম বর্ধমান জেলা-৯ তম বইমেলা। এক বর্ণাঢ্য র্যালি এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল সদর),আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসীমূল হক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী, পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মেলা কমিটির সদস্য দীপক কান্ত তলাপাত্র সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যজুড়ে এমন সাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আজকের যুবসমাজ এই মেলার মাধ্যমে তাদের সংস্কৃতি জানতে এবং তাদের ভবিষ্যৎ উন্নত করার সুযোগ পাবে। এই মেলা শিক্ষিত ও ক্ষমতায়িত করার একটি মাধ্যম।
মন্ত্রী মালয় ঘটক বলেন, আজকের যুবসমাজ বই থেকে দূরে সরে যাচ্ছে এবং মোবাইলের আসক্তিতে জড়িয়ে পড়ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই বইমেলা যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং তারা জ্ঞানার্জনের প্রাচীন ঐতিহ্য আবারও গ্রহণ করতে পারবে।
জানা যাচ্ছে এই বইমেলায় শতাধিক স্টল বসেছে। বিভিন্ন প্রকাশক অংশগ্রহণ করে। প্রতিদিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। প্রথম দিনেই বইপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।


















