eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস

আসানসোলে দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস। দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে, বাংলা ও ঝারখন্ড সীমানার ডুবুরর্ডিহী চেকপোস্টের কাছে।

বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে পুণ্যার্থীদের নিয়ে কুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। র্ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

জানা গিয়েছে বাসটিতে মেদিনীপুর ও বাঁকুড়ার প্রায় ৭০ জন পুণ্যার্থী ছিলেন। যাত্রীদের অভিযোগ বাসের চালক মদ্যপ ছিলেন, তাকে বাস চালাতে বারণ করলেও সে শোনেনি। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনায় আহত হওয়া দুই যাত্রী সঞ্জয় রায় ও রবীন কর বলেন, “আমাদের বাস পূর্ব মেদিনীপুরের এগরা থেকে সোমবার বিকেল তিনটের সময় ছাড়ার কথা ছিলো। কিন্তু সেই বাস ছাড়ে রাত এগারোটার সময়। পরে আমরা বুঝতে পারি বাসের চালক ও খালাসি মদ্যপ অবস্থায় আছে। খুব জোরে বাস চালাচ্ছিলো। আমরা বারবার জোরে বাস না চালাতে চালককে বলছিলাম। কিন্তু সে শোনেনি। রাস্তায় বাসটা তিনটে ঘটনা ঘটায়। দুটো মোটরবাইক ও একটা বাসে ধাক্কা মারে। শেষ পর্যন্ত ব্রেক ফেল হয়ে যাওয়ায় এখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তায় থাকা ড্রামে ও পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে।”

কি কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments