eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে আয়োজিত হলো ক্যান্সার সংক্রান্ত সচেতনতা কর্মসূচি

আসানসোলে আয়োজিত হলো ক্যান্সার সংক্রান্ত সচেতনতা কর্মসূচি

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: চিকিৎসা বিজ্ঞান বহু এগিয়ে গেলেও এখনো সাধারণ মানুষের কাছে ‘ক্যানসার’ মানেই ‘নো অ্যানসার’। ক্যানসারে আক্রান্ত হলেই আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা ধরে নেন মৃত্যু অনিবার্য। বিশেষজ্ঞদের বক্তব্য প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যানসার আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সাধারণ মানুষ এই প্রাথমিক পর্যায়টা বুঝতে পারেননা। ক্যানসার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এগিয়ে এল আসানসোলের বেসরকারি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সচেতনতামূলক কর্মসূচিতে স্থানীয় চিকিৎসক, ক্যানসার আক্রান্ত রুগী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট হাসপাতালের উদ্যোগে সাধারণ মানুষকে মাথা ও গলার ক্যান্সার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ক্যানসার সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা মাথা ও গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুখগহ্বর, গলা, স্বরযন্ত্র ও নাসারন্ধ্র অঞ্চলের ক্যান্সারকে মাথা ও গলার ক্যান্সার হিসাবে চিহ্নিত করা হয়। এই ক্যানসারের সাধারণ উপসর্গগুলো হলো দীর্ঘস্থায়ী গলা ব্যথা, ঢোঁক গিলতে অসুবিধা হওয়া, হঠাৎ কণ্ঠস্বর বসে যাওয়া, দীর্ঘদিন ধরে মুখে না শুকোনো ঘা, গলা গোল চাকার মত ফুলে যাওয়া ইত্যাদি। এইসব লক্ষণগুলি দেখা গেলে ক্যান্সার নির্ণয়ের জন্য ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি ইমেজিং টেস্ট ও বায়োপসি করার প্রয়োজন হয়। আলোচনা সভায় সাধারণ মানুষকে তামাক ও অ্যালকোহল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মৌখিক স্বাস্থ্য রক্ষা ও নিয়মিত স্ক্রিনিং করারও পরামর্শ দেওয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাথা ও গলার ক্যানসারের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা অঙ্কোলজির ডিরেক্টর ও সিনিয়র পরামর্শদাতা ড. সৌরভ দত্ত এবং মাথা ও গলার ক্যানসারের প্রধান পরামর্শদাতা তথা স্কাল বেস অঙ্কোসার্জারির ড. হর্ষ ধর।

ড. দত্ত বলেন- অধিকাংশ ক্ষেত্রে সচেতনতার অভাবে মাথা ও গলার ক্যান্সার দেরিতে ধরা পড়ে। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা। প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে এবং সময়মতো চিকিৎসা শুরু হলে এই ক্যানসারের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং লক্ষণগুলি দেখা গেলে ভয় না পেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অন্যদিকে ড. ধর বলেন- আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষকে মাথা ও গলার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতন করা এবং শুরুতেই যাতে উন্নত ক্যান্সার চিকিৎসার সাহায্য নিতে পারে সেই বিষয়ে পরামর্শ দেওয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments