সংবাদদাতা,আসানসোলঃ- পুলিশের নাকা তল্লাশিতে বাংলা-ঝাড়খন্ড সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ নগদ অর্থ, আটক তিন।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বারাবনি থানার পুলিশ আসানসোলে বাংলা-ঝাড়খন্ড সীমান্তে নাকা-তল্লাশি চালায়। সেই সময় সন্দেহভাজন এক লাল রঙের চারচাকা গাড়ি আটক করে তল্লাশির সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। গাড়িতে চালক সহ তিন জন ছিল। পুলিশের দাবি ওই টাকা নিয়ে সঠিক কোন তথ্য দিতে পারেনি গাড়িতে থাকা তিন ব্যক্তি। এরপরই তিনজনকে আটক করে গাড়ি সহ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে গাড়িটি বিহারের সীমান্ত জেলা থেকে আসানসোলের দিকে আসছিল। ধৃতদের জেরা করে পুলিশ টাকার উৎস এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা জানার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




















