eaibanglai
Homeএই বাংলায়গ্রেফতার বিকাশ মিশ্র, পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন

গ্রেফতার বিকাশ মিশ্র, পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আবারও পিছিয়ে গেল আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন। এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র সম্প্রতি অন্য এরটি মামলায় গ্রেফতার হওয়ায় সোমবার আদালতে হাজিরা দিতে পারেননি। ফলে সোমবার দীর্ঘ সওয়াল-জবাবের শেষে আবারও পিছিয়ে যায় কয়লা কাণ্ডের চার্জশিট গঠন। পরবর্তী শুনানি দিন ঘোষণা করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

গত রবিবার নাবালিকা যৌন নিগ্রহের অভিযোগে কলকাতার কালীঘাট থানার পুলিশ বিকাশ মিশ্রকে গ্রেফতার করে। কলকাতায় বিশেষ পকসো আদালতে তাকে পেশ করা হলে আদালত তার জামিন নাকচ করে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

প্রসঙ্গতঃ, এর আগে ১৪ নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিলো। সেদিন বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে হলেও, ঐদিন অন্য দুজন গরহাজির ছিলেন। যার মধ্যে একজন মারা গেছেন। অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও, চার্জ গঠন করা যায় নি। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী ২৫ নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দেন। পাশাপাশি মামলায় সকল অভিযুক্তকে আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক বা এ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments