eaibanglai
Homeএই বাংলায়বিয়ের নাম করে মেয়ে বিক্রির অভিযোগ, ধৃত দম্পতিকে নিয়ে অভিযান সিবিআই-এর

বিয়ের নাম করে মেয়ে বিক্রির অভিযোগ, ধৃত দম্পতিকে নিয়ে অভিযান সিবিআই-এর

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মানব পাচারের অভিযোগে ধৃত দম্পতিকে নিয়ে আসানসোলে সিবিআইয়ের অভিযান। প্রসঙ্গত গত রবিবার মানব পাচারের অভিযোগে আসানসোলের রেলপারের হাজিনগর একটি বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল এবং রানী খাতুন এবং মহঃ বিলাল নামে এক দম্পতিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যায়। অভিযোগ, এই দম্পতি এলাকার বিভিন্ন অংশে গরিব মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিত। দুদিন ধরে দম্পতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর বুধবার তাদের সঙ্গে নিয়ে হাজিনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিবিআই দল। তাদের সঙ্গে ছিলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

প্রসঙ্গত মানব পাচারের এই বিষয়টি সামনে আসে গত বছর। ২০২৪ সালে আসানসোলের রেলপারের এক তরুণীকে তার পরিবার রানী খাতুন এবং মহঃ বিলালের মধ্যস্থতায় বর্ধমানে বিয়ে দেয়। অভিযোগ বিয়ের মাত্র দু-তিন দিনের মধ্যেই ওই তরুণীকে অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। তরুণী কোনোক্রমে সেখান থেকে পালিয়ে রায়না থানায় পৌঁছয় ও অভিযোগ দায়ের করেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো পদক্ষেপ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব তুলে দেয়। অবশেষে সিবিআই আসানসোল থেকে অভিযুক্ত দম্পতি থেকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে। সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন, ধৃত দম্পতি বড় কোনো মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। জানা গেছে, রেলপারের বালু ময়দান, মকু মুহল্লা, হাজিনগর এবং বাবুতলাও এলাকায় মানব পাচারের একটি নেটওয়ার্ক বা চক্র সক্রিয় রয়েছে। ধৃত দম্পতির সূত্র ধরে সেই চক্রের সদস্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। সেই সূত্রেই বুধবার ধৃত দম্পতিকে নিয়ে সিবিআই আসানসোলে ফের অভিযান চালাল বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments