সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রেলে চাকরি দেওয়ার নামে ৬২ লক্ষ টাকা প্রতারণা, আসানসোল সিবিআই আদালত দুজনকে কারাদণ্ডের সাজা শোনাল। সাজা প্রাপ্ত দুই আসামী শম্ভুনাথ সরকার ও মহঃ রিয়াজ। এদিন বিচারক শম্ভুনাথ সরকারকে তিন বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা এবং মহঃ রিয়াজকে এক বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানার সাজা শোনান।
প্রসঙ্গত, ২০১১ সালে, শম্ভুনাথ সরকার রাজস্থানের ৯ জন যুবককে মন্ত্রী কোটায় রেলে চাকরি দেওয়ার নামে ৬২ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন। সেই সময় শম্ভুনাথ সরকার পূর্ব রেলের আসানসোল ডিভিশনে আসানসোল ডিআরএম অফিসে অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন। অন্যদিকে মহঃ রিয়াজ ছিলেন পেশায় অটোরিক্সা চালক।
জানা গেছে শম্ভুনাথ অটোরিক্সা চালক মহঃ রিয়াজকে সঙ্গে নিয়ে এই প্রতারণার জাল পাতেন। চাকরি দেওয়ার নামে রাজস্থানের ওই ৯ যুবকের কাছ থেকে ৬২ লক্ষ টাকা নেওয়া হয়। সেই টাকা মহঃ রিয়াজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। অন্যদিকে টাকা দিয়েও চাকরি না পাওয়ায় প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন ওই যুবকেরা। তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে ওই মামলা সিবিআইয়ের হাতে যায়। আসানসোল সিবিআই আদালত এই মামলা চলাকালীন মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
এদিন এই মামলার সিবিআইয়ের আইনজীবি ( পাবলিক প্রসিকিউটর) রাকেশ কুমার জানান, সাজা তিন বছর ও এক বছর হওয়ায় দুজনেই এদিন জামিন পেয়েছেন।


















