নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ- ইদানিংকালে ক্রীড়া ক্ষেত্রে ভারতবর্ষ এক অগ্রণী ভূমিকা নিয়েছে। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন বিভাগের ক্রীড়াবীর তথা খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফলতা অর্জন করেছে। কিছুদিন আগেই বিশ্ব দাবা প্রতিযোগিতায় ভারতবর্ষের ডি গুকেশ শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন। গুকেশ মাত্র ১৮ বছর বয়সে গ্যারি কাসপারভের দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। শিল্পাঞ্চল আসানসোল-দুর্গাপুর এলাকাতেও বিভিন্ন বয়সের বহু প্রতিভাবান দাবা খেলোয়াড় রয়েছেন। কেন্দ্রীয় খেল সংস্থার অধীনস্থ ও মান্যতাপ্রাপ্ত ‘পশ্চিমবঙ্গ দাবা সংস্থা’ নামক একটি সংগঠন শিল্পাঞ্চল থেকে ইতিমধ্যেই শিল্পাঞ্চলের এইসব প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেছে নিয়েছেন। তাদের নিরন্তন প্রয়াসের ফলে আজ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একাধিক নামকরা দাবারু তাদের কারিশমা বিশ্বের দরবারে পরিবেশন করছেন।
গত ১২-১৩ এপ্রিল ‘পশ্চিম বর্ধমান দাবা সংস্থা’র উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোলের কন্যাপুর স্যাটেলাইট টাউনশিপে অবস্থিত বার্নপুর রিভার সাইড স্কুলের নবনির্মিত ঝাঁ চকচকে ভবনে অনুষ্ঠিত হল “পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫ ওপেন”। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই খেলাতে অংশগ্রহণ করতে বহু খুদে পড়ুয়া সহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা হাজির হয়েছিলেন। গত ১২ তারিখ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল। ১৩ ই এপ্রিল সান্ধ্যকালীন এক বর্ণাঢ্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্য়ে দিয়ে দু’দিনের প্রতিযোগিতার সমাপন হয়।

বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ এদিন বলেন, “সমস্ত আগত প্রতিযোগী ও তাদের অভিভাবকদের যথাযথ স্বাচ্ছন্দের ব্যবস্থা আমরা করতে পেরে গর্বিত। আমাদের এবারের ব্যবস্থাপনায় যদি কোন ত্রুটি থেকে থাকে তাহলে আগামী দিনে তা সংশোধন করে আরো বড় আকারে এই চেস চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠান করার জন্য অনুরোধ রাখবো পশ্চিম বর্ধমান দাবা সংস্থার কর্তৃপক্ষদের কাছে।”
দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এদিন বলেন, “পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট দাবা সংস্থার নিরন্তন প্রয়াসে আমরা ইতিমধ্যেই জেলা থেকে আন্তর্জাতিক মানের খেলার শিরোপা নিয়ে এসেছি। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের সমস্ত দাবা প্রেমী মানুষজনেরা জেনে খুশি হবেন যে, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য দুর্গাপুর থেকে মনোনীত হয়েছে এক নয় বছরের খুদের পড়ুয়া আর্যহী ভট্টাচার্যী। আগামী দিনে আমরা আরও অনেক বিশ্ব বিখ্যাত দাবারু তৈরি করতে পারব, সেই আশা রাখি।”
এবারের এই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেস ওপেন চ্যাম্পিয়নশিপ২০২৫- এ জেলার ১৪৪ জন বিভিন্ন বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। যাদের অংশগ্রহণে সমগ্র প্রতিযোগিতা অনুষ্ঠানটি হয়ে উঠেছিল এক মিলন মেলা।





