eaibanglai
Homeএই বাংলায়রেল ইঞ্জিন তৈরির অবিশ্বাস্য রেকর্ড চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার

রেল ইঞ্জিন তৈরির অবিশ্বাস্য রেকর্ড চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মাত্র ১৪৮ টি কাজের দিনে ৪০০ বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করে অবিশ্বাস্য রেকর্ড স্থাপন করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। কারখানা স্থাপনের পর থেকে এই প্রথম এরকম অবিশ্বাস্য রেকর্ড স্থাপন করল এই কারখানা। তবে, এই ৪০০ ইঞ্জিনের মধ্যে ১০০টি ইঞ্জিন উৎপাদিত হয়েছে সিএলডব্লুর ডানকুনি বিভাগে। সংস্থার জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে চলতি অর্থবর্ষে ৪০০ ইঞ্জিন উৎপাদিত হয়েছে, গত আর্থিক বছরের তুলনায় ৪৫ দিন আগেই। ৪০০-তম ইঞ্জিনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল ২৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, রেলওয়ে বোর্ড সিএলডব্লুকে চলতি অর্থবর্ষে ৭৭৭ টি ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা দিয়েছে। উৎপাদনের এই ধারা বজায় থাকলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে লক্ষ্যমাত্রারও বেশি ইঞ্জিন উৎপাদন সম্ভব হবে বলে মনে করছে সংস্থা।

অবিশ্বাস্য এই সাফল্যের জন্য টিম সিএলডব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন জেনারেল ম্যানেজার বিজয় কুমার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments