eaibanglai
Homeএই বাংলায়কয়লা মাফিয়ার হাতে সম্বর্ধিত জেলা পরিষদের সভাধিপতি, বিতর্ক

কয়লা মাফিয়ার হাতে সম্বর্ধিত জেলা পরিষদের সভাধিপতি, বিতর্ক

সংবাদদাতা,আসানসোলঃ– এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় শিল্পাঞ্চলের রাজনীতি। যে ভিডিওর বিষয়বস্তু গণ বিবাহ অনুষ্ঠান। যেখানে দেখা যাচ্ছে অবৈধ কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত শেখ সদরুদ্দিনের হাত থেকে ফুলের তোড়া গ্রহণ করছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছেন কয়লা মাফিয়া হিসেবে পরিচিত শেখ সদরুদ্দিন। (যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল)।

প্রসঙ্গত গত ৪ বছর ধরে চলা অবৈধ কয়লা পচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে সিবিআই চার্জশিটে নাম রয়েছে শেখ সদরুদ্দিনের। নিয়মিত সিবিআই আদালতে হাজিরাও দেন তিনি। এমনকি আগামীকাল অর্থাৎ ১০ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে তার হাজিরা দেওয়ার কথা।

অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও তরজা। এই প্রসঙ্গে কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতন্ডী বলেন, “এখানেই প্রমাণিত হয় যারা চুরি করে, তারাই তৃণমূল করে। কয়লা লোহা বালি চোরেদের টাকায় তৃণমূল নেতারা কম্বল বিলি করেন, গন বিবাহের অনুষ্ঠান করেন।” বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কয়লা কারবারীদের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগের এটাই প্রমান। সিবিআই তে নাম থাকা কয়লা কারবারির কাছ থেকে জেলা পরিষদের সভাধিপতির সম্বর্ধনা নেবার বিষয়টা সিবিআই’কে খতিয়ে দেখা উচিত।” যদিও তৃণমূল রাজ্য ভাইস প্রেসিডেন্ট ভি শিবদাসন দাসু জানান, বিষয়টি তার জানা নেই। তার পাল্টা দাবি, “বিরোধীদের টিকে থাকতে হলে কিছু তো একটা বলতেই হবে। ভালো কাজের কথা ওরা বলে না। ভালো কাজ দেখতেই পায় না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments