eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে খোলামুখ খনিতে ধস নেমে মৃত দুই, নিখোঁজ বেশ কয়েকজন

আসানসোলে খোলামুখ খনিতে ধস নেমে মৃত দুই, নিখোঁজ বেশ কয়েকজন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ফের অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনা আসানসোলের কুলটি থানার বড়িরার বিসিসিএলের খোলামুখ খনির। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বড়িরা এলাকার ওই খনিতে ছ’জন কয়লা কটাতে নেমেছিলেন কয়েক জন। সেই সময় আচমকাই খনিতে ধস নামে ও সকলে চাপা পড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমান খনি এলাকায়। নিখোঁজদের পরিবারের সদস্যরাও ছুটে যান। প্রিয়জনদের খোঁজে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিসিএল-এর আধিকারিকেরা ও পুলিশের একটি দলও। জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। চার জনকে উদ্ধার করা হয়, দুজনকে মৃত অবস্থায় ও দুজনকে জখম অবস্থায়। জখম দুজনকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখনও খনির ভিতরে আরো দু’জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য পোকলেন মেশিনের সাহায্যে জোরকদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত আসানসোলের বিস্তীর্ণ খোলামুখ কয়লা খনি এলাকায় কয়লা চুরি বা অবৈধভাবে কয়লা উত্তোলনের ঘটনা নতুন না। মাঝে মধ্যে খনির সুরঙ্গের মধ্যে ধস নেমে দুর্ঘটনা ঘটে। তবুও পেটের তাগিদে বিপদের ঝুঁকি নিয়েও খনিতে কয়লা কাটতে যান স্থানীয় দীন দরিদ্র কিছু মানুষ। যদিও এর পিছনে স্থানীয় কয়লা মাফিয়াদের হাত রয়েছে বলে দাবি এলাকাবাসীর। তারাই পয়সার টোপ দিয়ে এলাকার গরীব মানুষদের ঝুঁকিপুর্ণ এই কাজে নিযুক্ত করে বলে অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments