সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ফের অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যুর ঘটনা আসানসোল খনি অঞ্চলে। ঘটনা আসানসোলের বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনির। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর মিললেও নিখোঁজ রয়েছেন তার বাবা।
জানা গেছে মৃত বছর ১৮-র যুবকের নাম সৌরভ গোস্বামী। তিনি বারাবনি থানার দোমহানি বাজারের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে ওই যুবক তার বাবা নিমাই গোস্বামীর সঙ্গে চরণপুর খোলামুখ খনিতে কয়লা কাটতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ ধসের কবলে পড়েন দুজন। ঘটনার কথা জানাজানি হওয়ার পর শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও যুবকের বাবার এদিন সকাল পর্যন্ত খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মূলত অবৈধ ও বিপজ্জনক পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে বার বার এই ধরণের মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে আসানসোল খনি অঞ্চলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, রানিগঞ্জের বাঁশড়া খোলামুখ খনিতে ধসের কারণে দুজনের মৃত্যু হয়েছিল। আর এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি খনি এলাকার নিরাপত্তা বিষয়টিকে বার বার প্রশ্নের মুখে ফেলেছে।


















