সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্কুটিতে ধাক্কা বালি বোঝাই ট্রাক্টরের। মৃত্যু কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানার কাল্লায় হরিপদ হাইস্কুল সংলগ্ন রাস্তায়। মৃত ছাত্রীর নাম রমা তিওয়ারি (২০)। সে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী ছিল।
ওই ছাত্রী ,বারাবনি থানার দোমহানি মদনতোড শিব মন্দির এলাকার বাসিন্দা ছিল। এদিন দুপুরের দিকে স্কুটিতে করে কাল্লার দিকে যাচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় একটি বালি বোঝাই ট্রাক্টর তার স্কুটিতে ধাক্কা মারে। তাতে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন ছাত্রী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে মৃত ছাত্রীর পরিবারের সদস্য ও সহপাঠীরা হাসপাতালে ছুটে যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় রমার পরিবারের পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যেও শোকের ছায়া নামে।





