eaibanglai
Homeএই বাংলায়খোলামুখ খনির ধোঁয়ায় ঢেকেছে এলাকা, আতঙ্ক

খোলামুখ খনির ধোঁয়ায় ঢেকেছে এলাকা, আতঙ্ক

সংবাদদাতা,আসানসোলঃ- খনির মুখ থেকে ধোঁয়া বেরিয়ে চারপাশের এলাকা ঢেকে ফেলেছে। যার ফলে শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে স্থানীয়দের। অন্যদিকে ধোঁয়া বের হওয়ার কারণে ভূমিধসের আশঙ্কাও বাড়ছে। ফলে আতঙ্কিত খনি পার্শ্ববর্তী এলাকার মানুষজন। ঘটনা আসানসোলের ইসিএল কেন্দা এলাকার অন্তর্গত নিউ কেন্দা খোলামুখ খনির।

খনি পার্শ্ববর্তী এলাকার মণ্ডল পাড়ার বাসিন্দা অমর বরনওয়াল বলেন, ” খনি থেকে সবসময় হালকা ধোঁয়া বের হয়, কিন্তু গত সোমবার বিকেলে বৃষ্টির সময় থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হতে শুরু করে, যার ফলে পুরো মণ্ডল পাড়া ধোঁয়ায় ঢেকে যায়। ওই ধোঁয়ায় বিষাক্ত মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকায় মানুষের শ্বাস নিতে সমস্যা হচ্ছে ।”

স্থানীয়রা ইসিএলের কাছে অবিলম্বে এলাকার মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। কারণ যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। আর তার জন্য ইসিএল সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত খনির কয়েকশো মিটার নিচের স্তরে কয়লাতে স্বতঃস্ফূর্ত আগুন লেগে এই ধোঁয়া বেরোনের ঘটনা ঘটে থাকে। কয়লার সংস্পর্শে অক্সিজেন এবং আর্দ্রতা আসলে, কয়লার কার্বনসিয়াস উপাদান থেকে তাপ উৎপন্ন করে এবং আগুন ধরে যায়। সাম্প্রতিক বছরগুলোতে জামুরিয়ার কেন্দা ও চুরুলিয়া অঞ্চলে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments