eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ধর্মান্তকরণের অভিযোগ ঘিরে অশান্তি

আসানসোলে ধর্মান্তকরণের অভিযোগ ঘিরে অশান্তি

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে ধর্মান্তকরণের অভিযোগ ঘিরে ব্যাপক অশান্তি ছড়াল। অভিযোগ দারিদ্রতা, ব্যধি সহ নানা সুযোগে এলাকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া হিন্দু ধর্মের মানুষদের অন্য ধর্মে ধর্মান্তকরণের চক্রান্ত চলছে। এদিন সালানপুর থানার সামডি এলাকায় এমনই ঘটনার অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে সালানপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সামডি এলাকায় এক মহিলার বাড়িতে খ্রিস্টান ধর্মের তিন চারজন্য লোক পৌঁছলে স্থানীয়রা অভিযোগ করেন ওই পরিবারটির দারিদ্রতার সুযোগ নিয়ে তাদের হিন্দু থেকে খ্রীষ্টান হওয়ার জন্য নানারকম প্রলোভন দেওয়া হচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রতিবাদে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিজেপি নেতা অরিজিৎ রায়। অরিজিৎ জানান, সালনপুরের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবার গুলিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করার চক্রান্ত চলছে । তিনি সেই সব গরীব হিন্দু পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষ ও পুলিশ প্রশাসনকে নজর রাখার দাবি জানান তিনি। পাশাপাশি এভাবে হিন্দুদের ব্রেন ওয়াশ করে অন্য ধর্মে ধর্মান্তকরণ চলতে থাকলে আগামী দিনে দলের পক্ষ থেকে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments