সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল সন্দেহজনক ব্যক্তি। ঘটনা আসানসোলের সালানপুর থানার কালীপাথর গ্রামের। ধৃত ব্যক্তিকে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
ঘটনা সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। দিন কয়েক আগে ভাইরাল হওয়া একটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে তিন ব্যক্তি গ্রাম থেকে গরু গাড়িতে তুলে চুরি করে নিয়ে যাচ্ছে। সেই ঘটনার ভিত্তিতে সালানপুর থানায় লিখিত অভিযোগও করেন কালীপাথর গ্রামের বাসিন্দারা। এরইমধ্যে মঙ্গলবার রাতে আবার তিন ব্যক্তি গ্রামের আনবর আনসারি গোয়াল থেকে গরু চুরির চেষ্টা করে।
আনবর আনসারি বলেন, “আমার পাশের বাড়ির এক যুবক নিজের বাড়ির ছাদ থেকে দেখতে পায় তিন ব্যক্তি আমাদের গোয়াল ঘরে ঢুকে গরু চুরির চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে আমার ছেলেকে জানায়। আমার ছেলে গোয়াল ঘরে দেখতে গেলে তিনজন বাড়ির পাঁচিল টপকে পালায়। এরই মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। তিন দুষ্কৃতীকে তাড়া করে গ্রামাবাসীরা। দুজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়।”
গ্রামবাসীদের অভিযোগ আল্লাডি থেকে কালীপাথর গ্রাম পর্যন্ত বেশ কয়েক বার গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকায় গরু পাচার চক্র সক্রিয়। পুলিশকে দ্রুত এই গরু চুরি নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। নাহলে আগামীতে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে গরু চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সালানপুর থানার পুলিশ।





